জেনে নিন ছোট সূরা সমূহ আরবি ,বাংলা উচ্চারণ সহ অর্থ (বাংলা ও ইংরেজি ) | Short Surah Names

জেনে নিন ছোট সূরা সমূহ আরবি ,বাংলা উচ্চারণ সহ অর্থ (বাংলা ও ইংরেজি ) | Short Surah Names





জেনে নিন ছোট সূরা সমূহ আরবি ,বাংলা উচ্চারণ সহ অর্থ (বাংলা ও ইংরেজি )
জেনে নিন ছোট সূরা সমূহ আরবি ,বাংলা উচ্চারণ সহ অর্থ (বাংলা ও ইংরেজি ) 


ভূমিকা:
ইসলামে কুরআনের প্রতিটি সূরা গুরুত্বপূর্ণ, তবে কিছু ছোট সূরা রয়েছে যেগুলো মুসলমানদের প্রতিদিনের ইবাদতে বিশেষ ভূমিকা রাখে। এই সূরাগুলো সহজে মুখস্থ করা যায়, নামাজে পড়া যায় এবং বিভিন্ন সময়ের দোয়া হিসেবে ব্যবহার করা যায়। এই ব্লগে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছোট সূরার আরবি, বাংলা উচ্চারণ এবং অর্থ (বাংলা ও ইংরেজি) উপস্থাপন করবো, যা আপনার জন্য সহজে পড়া ও বোঝা সম্ভব হবে।


ছোট সূরা সমূহ আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:

সুরা আল ফাতিহা(সূচনা)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ (1

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ (2

আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন।

সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ্‌রই।

الرَّحْمـنِ الرَّحِيمِ (3

আর রাহমানির রাহিম।

যিনি পরম করুণাময়, পরম দয়াময়।

مَـالِكِ يَوْمِ الدِّينِ (4

মালিকি ইয়াওমিদ্দিন।

যিনি বিচার দিনের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ (5

ই্‌য়াকানাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন।

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ (6

ইহ দিনাস সিরাতাল মুস্তাকীম।

আমাদেরকে সরল পথ দেখাও,

صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ (7

সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম।গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন।

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।


সূরা আল ইখলাস (একত্ব)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1

ক্বুলহু আল্লাহু আহাদ।

বলুন, তিনি আল্লাহ, এক,

اللَّهُ الصَّمَدُ (2

আল্লাহুস সামাদ।

আল্লাহ অমুখাপেক্ষী,

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3

লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ।

তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ (4

ওয়া লাম ইয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ।

এবং তার সমতুল্য কেউ নেই।


​সূরা ফীল

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ     (1

আলাম তারা কাইফা ফা’আলা রব্বুকা বিআছহা বিল ফীল

আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?     

Seest thou not how thy Lord dealt with the Companions of the Elephant?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ     (2

আলাম ইয়াজ আল কাইদাহুম ফী তাদলীল

তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?     

Did He not make their treacherous plan go astray?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ     (3

ওয়া আরসালা আলাইহিম ত্বইরন আবাবীল 

তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,     

And He sent against them Flights of Birds,

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ     (4

তারমীহিম বিহিজারাতিম মিন সিজ্জীলিন।

যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।     

Striking them with stones of baked clay.

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ     (5

ফাজা আলাহুম কাআছ ফিম মা’কূল।  

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।     

Then did He make them like an empty field of stalks and straw, (of which the corn) has been eaten up.

সূরা নাসর (স্বর্গীয় সাহায্য)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ (1

ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু।

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا (2

ওয়ারা আইতাননা সাইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা।

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا (3

​ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু।ইন্নাহুকানা তাওওয়াবা।

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

সূরা আল কাওসার (প্রাচুর্য)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1

ইন্না আতাইনা কাল কাওসার।

নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। 

To thee have We granted the Fount (of Abundance).

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2

ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার।

অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। 

Therefore to thy Lord turn in Prayer and Sacrifice.

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3

ইন্না শানিয়াকা হুয়াল আবতার।

যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

For he who hateth thee, he will be cut off (from Future Hope)

সূরা আল কুরাইশ (কুরাইশ গোত্র)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

لِإِيلَافِ قُرَيْشٍ (1

লি-ঈলাফি কুরাইশিন। 

কোরাইশের আসক্তির কারণে, 

For the covenants (of security and safeguard enjoyed) by the Quraish,

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ (2

ঈলাফিহিম রিহলাতাশ শিতায়ি ওয়াস সাইফ। 

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। 

Their covenants (covering) journeys by winter and summer,-

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ (3

ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত। 

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার 

Let them adore the Lord of this House,

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ (4

আল্লাযি আত আমাহুম মিন জুয়েঁউ ওয়া আমানাহুম মিন খাউফ।

যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। 

Who provides them with food against hunger, and with security against fear (of danger).

সূরা আল ফালাক (নিশিভোর)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1

ক্বুল আউযু বিরাব্বিল ফালাক। 

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, 

Say: I seek refuge with the Lord of the Dawn

مِن شَرِّ مَا خَلَقَ (2

মিন শাররি মাখালাক্ব। 

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, 

From the mischief of created things;

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3

ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা ওয়াক্বাব। 

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়, 

From the mischief of Darkness as it overspreads;


وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4

ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উকাদ। 

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে 

From the mischief of those who practise secret arts;

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5

ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। 

And from the mischief of the envious one as he practises envy.

সূরা নাস (মানবজাতি)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1

ক্বুল আউযু বিরাব্বিন নাস।

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার, 

Say: I seek refuge with the Lord and Cherisher of Mankind,

مَلِكِ النَّاسِ (2

মালিকিন্নাস। 

মানুষের অধিপতির, 

The King (or Ruler) of Mankind,

إِلَهِ النَّاسِ (3

ইলাহিন্নাস।

মানুষের মা’বুদের 

The Allah (for judge) of Mankind,-

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4

মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, 

From the mischief of the Whisperer (of Evil), who withdraws (after his whisper),-

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5

আল্লাযি ইউওয়াস ভিসু ফী সুদুরিন্নাস।

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে 

(The same) who whispers into the hearts of Mankind,-

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ (6

মিনাল জিন্নাতি ওয়ান নাস।

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। 

Among Jinns and among men.

সূরা আসর (সময়)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

وَالْعَصْرِ     (1

ওয়াল আসরি। 

কসম যুগের (সময়ের),     

By (the Token of) Time (through the ages),

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ     (2

ইন্নাল ইনসানা লাফী খুস্‌রিন।

নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;     

Verily Man is in loss,

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ     (3

ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ওয়া তাওয়া সাওবিল হাককি। ওয়া তাওয়া সাও বিছ সাবর।

কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।     

Except such as have Faith, and do righteous deeds, and (join together) in the mutual teaching of Truth, and of Patience and Constancy.

সূরা লাহাব (জ্বলন্ত অংগার)

​বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ     (1

তাব্বাৎ ইয়াদা আবি লাহাবেউ ওয়াতাব্

আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,     

Perish the hands of the Father of Flame! Perish he!

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ     (2

মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব।

কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

No profit to him from all his wealth, and all his gains!

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ     (3

ছাইয়াছলা নারান জাতা লাহাব

সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে

Burnt soon will he be in a Fire of Blazing Flame!


وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ     (4

ওয়ামরা আতুহু হাম্মালাতাল হাতাব।

এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,     

His wife shall carry the (crackling) wood - As fuel!-

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ     (5

ফী জীদিহা হাবলুম মিম মাছাদ।

তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

A twisted rope of palm-leaf fibre round her (own) neck!

সুরা কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী)

বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম।

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ     (1

কুল ইয়া আইউহাল কাফিরূন।

বলুন, হে কাফেরকূল,

Say : O ye that reject Faith!         

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ     (2

লা আ'বুদু মাতাবুদুন।

আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।     

I worship not that which ye worship,

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ     (3

ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ

এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি     

Nor will ye worship that which I worship.

 وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّم     (4

ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম।

এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।     

And I will not worship that which ye have been wont to worship,

 وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ     (5

ওয়ালা আনতুম আবিদুনা মাআবুদ।

তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।     

Nor will ye worship that which I worship.

 لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ     (6

লাকুম দীনুকুম ওয়ালীয়া দ্বীন।

তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।     

To you be your Way, and to me mine.

CLICK HERE- GO TO PAGE 2


উপসংহার:

এই ছোট সূরাগুলো প্রতিদিনের জীবনে বিশেষ উপকারী। এগুলো নামাজ, দোয়া এবং বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে অনেক গুরুত্বপূর্ণ। আশা করি, এই তালিকা আপনাকে সূরাগুলো সহজে মুখস্থ করতে এবং এর অর্থ বুঝতে সাহায্য করবে।

১১৪ টি সূরা বাংলা উচ্চারণ

১১৪ টি সূরা বাংলা উচ্চারণ pdf

নামাজের জন্য ১০ টি সূরা

২৫ টি ছোট সূরার নাম

নামাজের জন্য ১০ টি সূরা pdf download

নামাজের জন্য ১০ টি সূরা বাংলা উচ্চারণ

২৫ টি ছোট সূরা pdf

ছোট সূরা সমূহ বাংলা উচ্চারণ সহ

#ছোট_সূরা #আরবি_বাংলা_উচ্চারণ #ইসলামিক_শিক্ষা #কুরআন_তেলাওয়াত #বাংলা_কুরআন

ছোট সূরা আরবি ও বাংলা উচ্চারণ

কুরআনের ছোট সূরাগুলোর অর্থ

নামাজের ছোট সূরাগুলো

ইসলামের গুরুত্বপূর্ণ ছোট সূরা

কুরআনের সংক্ষিপ্ত সূরাগুলোর তালিকা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url